মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইব্রাহিম (৩০)'র মরদেহ ৭ দিনের মাথায় আইন প্রক্রিয়া শেষে রাতে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবির মাধ্যমে পরিবারের কাছে ফেরত দিয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে সাড়ে ১০ টার পর দর্শনা সীমান্তের জয়নগরে ৭২ নং পিলারের পাশে বিজিবি- বিএসএফ'র পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।এসময় বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্টের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমির বলেন মরদেহটি যথাযথ প্রক্রিয়া মেনে নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।”
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ মরদেহটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ ৩ জুলাই (বুধবার) দুপুরে ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে মুদি দোকানদার ইবরাহিম বাবু স্থানীয় সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে তার জমিতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) তাকে গুলি করলে তার মৃত্যু হয়।পরে মরদেহটি বিএসএফ ভারতীয় অংশে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.