আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির নলছিটিতে প্রীতিশ মল্লিক নামে এক ব্যক্তি ও তার মা কল্পনা মল্লিক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
প্রীতিশ মল্লিকের পরিবর্তিত নাম আব্দুর রহমান মল্লিক ও তার মায়ের নাম রাখা হয়েছে ফাতেমা মল্লিক। তাদের বাড়ি যশোরের মনিরাম উপজেলার আলীপুর গ্রামে। বর্তমানে তারা নলছিটির চর ষাটপাকিয়ায় একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন।
নওমুসলিম ফাতেমা মল্লিক বলেছেন, ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমরা অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই পরকালে মুক্তির সন্ধান দিতে পারে। আমরা বুঝে-শুনে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন জানান, মা ছেলে স্বেচ্ছায় আমার কাছে এসে তাদের সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে অ্যাফিডেভিট সম্পন্ন করেছি। তাদের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.