মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে চাকুরী প্রার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার চাকুরী প্রার্থীরা সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন এছাড়া তারা প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেন। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এসময় সংহতি প্রকাশ করেন।
চাকরী প্রার্থীদের অভিযোগে বলেন, গত ২০ জুন অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখানো এবং এক এলাকার প্রার্থীর নাম অন্য এলাকায় অন্তর্ভুক্ত করার মতো গুরুতর অনিয়ম হয়েছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে চূড়ান্ত নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।তাদের দাবি, নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদকে অব্যাহতি দিতে হবে এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে।
উল্লেখ্য,নিয়োগসংক্রান্ত অনিয়মের বিষয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে এলে গত বৃহস্পতিবার দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.