বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের বিএনপির মনোনায়ন প্রত্যাশী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেছেন, বরিশালের এত কাছাকাছি হয়েও বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আজও উন্নয়নের দিক থেকে অবহেলিত। যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। অবহেলিত এ দুই উপজেলার উন্নয়ন ও পরিবর্তন করতে চাই।
শুক্রবার ৪ জুলাই দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লক্ষে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার, দারোগার হাট সহ বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
এ সময়ে বিএনপি নেতা ব্যারিস্টার আসাদ এর সাথে উপস্থিত ছিলেন উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহাবুব তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফর সরদার, বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ বাহাদুর তালুকদার, মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, কৃষক দল নেতা গোলাম মোস্তফা, যুবদল নেতা মিজান সরদার, মাধবপাশা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রানা তালুকদার প্রমূখ।
বিএনপির এ নেতা সাংবাদিকদের বলেন, আগামীর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের দেশের তরুণ প্রজন্মের ভাবনাকে মাথায় নিয়ে তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। যে ৩১ দফার মধ্যে বাংলাদেশের মুক্তি কামি মানুষের কথা রয়েছে, কৃষকের কথা রয়েছে, শ্রমিকের কথা রয়েছে, দিনমজুরের কথা রয়েছে, শিক্ষকের কথা রয়েছে, ছাত্র কথা রয়েছে, রয়েছে সমস্ত আইনজীবীদের কথা। অর্থাৎ সামগ্রিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে ৩১ দফা। সেই ৩১ দফাকে সামনে নিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.