হুসাইন মোহাম্মদ (রুবেল) বিজয়নগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা (ডিবি) ও বিজয়নগর থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা মূল্যের অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে মাইক্রোবাস ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ১লা জুলাই দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উল বারীর নেতৃত্বে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ও এসআই(নিরস্ত্র)ফারুক আহাম্মদ ও সঙ্গীয় ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ডিবি পুলিশের একটি যৌথ টিম চান্দুরা-সিঙ্গারবিল সড়কে চান্দুরা ইউনিয়নের সাতগাঁও(কপালী পাড়া) সাকিনস্থ মহরম আলীর বাড়ীর পশ্চিম পাশে গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করে অবৈধ চোরাচালানের মালামাল আটক করা হয়।
আটককৃত হলেন, জেলার কসবা থানার, কল্যান সাগর গ্রামের, মোঃ শিপন মিয়ার ছেলে, মোঃ রাসেল(২৯)মিয়া।
অভিযানের সময় ঢাকা মেট্রো-গ ১৯-৩০১৯ নম্বরের একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১১,৬০০ পিস অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।
উদ্ধারকৃত ডিসপ্লেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.