রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আমিরোন বেগম নামের এক বিধবা বৃদ্ধা নারীর পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) সকালে প্রতিপক্ষরা বসতবাড়ির ওই সম্পত্তিতে থাকা চারটি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় আমিরোন বেগম (৭৫) একই এলাকার জিয়া ঢালী ও পাঁচ সহোদর (৪০) শাকিল খান(৪৬), জিহাদ খান (৩৮), জাহিদ খান (৩৬), তাওহিদ খান (৩৩) ও টুটুল খান (৩০)কে বিবাদী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগ সুত্রে জানা গেছে বুধবার (২ জুলাই) সকালে বিবাদীরা আমিরোন বেগমের বাড়িতে গিয়ে জোরপূর্বক তার ৪টি মেহেগিনি গাছ ও শতাধিক বাঁশ কেটে সম্পত্তি জবর দখলের চেষ্টা করেন। এসময় তাদের বাধা দিতে গেলে তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পত্তির কাগজপত্র নিয়ে দুই পক্ষকে এদিন সন্ধার পরে থানায় যেতে বলেন। বিবাদীরা ক্রয়সুত্রে ৪৭ শতক সম্পত্তির মালিকানা দাবি করেন। অপরদিকে বাদী আমিরোন বেগমের দাবি বিবাদীরা তাদের বাড়ির ২০৯ নম্বর দাগে ক্রয়সুত্রে মাত্র ১০ শতক সম্পত্তির মালিক হলেও ওই দাগে ৪২ শতক জবরদখল করতে চায়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, দুই পক্ষের মালিকানার কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.