হুসাইন মোহাম্মদ রুবেল
ব্রাহ্মণবাড়িয়া জেলা (প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত ২০শে জুন (শুক্রবার) পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় জলাশয় থেকে অজ্ঞাত মরদেহের গলাকাটা লাশ উদ্ধারের ২০ ঘন্টার মধ্যে থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উন্মোচন সহ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের প্রচেষ্টায় সদর উপজেলা দগরিসারএলাকা থেকে খুনের প্রত্যক্ষ জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫), সিয়াম (১৬)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াই সিধা ইউনিয়নের দগরিসা গ্রামের বাসিন্দা
জানা যায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। অজ্ঞাত মরদেহ মজিবুর রহমান (৩৫) সে ময়মনসিংহ জেলার ঘুষটা কাউরা পাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে সে আশুগঞ্জে চর চারতলা গ্রামের আলাউদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। সে ভাড়ায় সিএনজি চালাতেন । স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
পুলিশ জানান, নানা তথ্যসূত্রের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশ নেয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামীরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এবং সিএনজি ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকান্ড করেছে বলে জানা গেছে।
এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.