মো:নাঈম মোঘল বানারি পাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় তথ্য গোপন করে সরকারি ঘরসহ একাধিক ডিসিআর এর জমি দখল করার অভিযোগ উঠেছে বানারীপাড়া আ'লীগ নেতা ডটকম রাসেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে বানারী পাড়ার প্রথম শ্রেণীর ঠিকাদার ডট কম রাসেল আওয়ামী লীগ করার সুবাদে নিজের তথ্য গোপন করে সরকারি ভাবে দেওয়া দুস্থ ও অসহায় মহিলাদের সরকারি ঘর নিজের স্ত্রীকে দুস্ত দেখিয়ে ব্যক্তিগত ক্ষমতায় তার স্ত্রী আমিনার নামে বরাদ্দ করিয়েছেন। এদিকে সরকারি ডিসি আর ভুক্ত এক সোনা বিডির একটি ডিসিআর কাটিয়ে একাধিক সম্পত্তি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যার কোন বৈধ কাগজ নেই। সাংবাদিকবৃন্দ বিষয়টি অনুসন্ধানে নামলে ঘটনার সত্যতা পাওয়া যায় অসহায় দুস্থ মহিলাদের জয়িতা নামক সরকারি দোকান ঘর দেওয়া হলেও নিজের স্ত্রীকে দুস্থ দেখিয়ে করেছেন নিজের স্ত্রীর নামে। অথচ তার স্ত্রী কোন প্রকার দুস্থ নন এবং জয়িতার যে নিয়মকানুন ব্যবস্থা দোকান ঘরটিতে তা মানা হচ্ছে না। নিয়মই বলা আছে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মহিলাদের দ্বারা পরিচালিত হবে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যবহার করছেন তার নিজের ছোট ভাই খুলেছেন মনোহরি ব্যবসা এবং স্ট্যাম ভেন্ডার যার কোন বৈধ কাগজপত্র নেই। অপরদিকে বানারী পাড়া বন্দর বাজারে দখল করেছেন একাধিক সরকারি সম্পত্তি একটি ডি সি আর কেটে দখল করেছেন একাধিক জায়গা যার কোন বৈধ কাগজপত্র নেই। অপর একটি সূত্র থেকে জানা যায় বানারীপাড়া উপজেলা সহ বানারী পাড়া পৌরসভার ভিতরে তার ঠিকাদারের বিভিন্ন কাজ অসমাপ্ত রেখেছেন প্রসঙ্গত বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের খালের পার্শ্ববর্তী একটি রাস্তায় নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার কারণে রাস্তাটি উদ্বোধনের আগেই খালের ভিতরে ভেঙে পড়ে যায় পরবর্তীতে আবার ও সেই নিম্নমালের কাঁচামাল দিয়ে সেটিকে রিপেয়ার করা হয়। বর্তমানের রাস্তাটি যেকোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ডটকম রাসেলের সাথে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তার ব্যবহৃত মুঠো ফোনে ফোন করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বানারি পাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়গুলো আমি জানতে পেরেছি সরকার কর্তৃক জয়িতার ঘর অসহায় ও দুস্থ নারীদের জন্য এটি তদন্ত করে বিডি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমরা ইতিমধ্যে ঝুমুর খানম নামে একজনার বরাদ্ধকৃত ঘর বাতিল করেছি এবং বন্দর বাজারে যদি কেউ খাস জমি অবৈধভাবে দখল করে থাকে উপজেলা প্রশাসন অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে। এদিকে ডট কম রাসেলের একাধিক ভুয়া ও অবৈধ সম্পদের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকাবাসী সহ সুশীল সমাজ ডটকম রাসেল এর বিচার চেয়ে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন জনমনে প্রশ্ন দাঁড়িয়েছে এই ডটকম রাসেল আঙুল ফুলে কলা গাছ হওয়ার পরেও কেন তার বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.