মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের আঃ হান্নানের ছেলে সাফিদ আহম্মেদ শাম্মু (১৯) নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।সাফিদ আহম্মেদ শাম্মু মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আব্দুল হান্নান একজন এনজিও কর্মী এবং মা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বাবা-মায়ের কাছে শাম্মু আবদার করে আসছিল। এ নিয়ে শনিবার রাতে বাবামায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। রাতেই মুঠোফোনে তার এক বন্ধুকে আত্মহত্যার ইঙ্গিত দেয়। বিষয়টি শোনার পর এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু সরকার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল না পেয়ে অভিমান থেকেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “মোটরসাইকেল কেনা নিয়ে পারিবারিক অভিমানে আত্মহত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.