আজকের ক্রাইম ডেক্স
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেবাচিম হাসপাতালে বর্তমানে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। মৃত লাইলি বেগম (৪০) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া এলাকার বাসিন্দা।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে প্রতিরোধের ওপর জোর দিতে হবে।
কারণ, আমাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা সীমিত। সেটি অতিক্রম করলে আমরা কিছুই করতে পারবো না। তাই মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে রক্ষায় সচেতন হতে হবে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকেই বিভাগের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে আটজনের।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলায়। মৃত আটজনের মধ্যে পাঁচজনই বরগুনার বাসিন্দা। এই জেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ১ হাজার ৬২৬ জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.