বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
পুলিশের ভুয়া (এনএসআই)ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স পরিচয় দিয়ে ফেসবুকে প্রেম, তারপরে বিয়ে করতে এসে ধরা খেলো ময়মনসিংহের কুল্লাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোনায়েব আহম্মেদ (হৃদয়) নামের এক প্রতারক। এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের পশ্চিম রাকুদিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় , প্রতারক মোনায়েব প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও কলেজ পড়ুয়া ওই মেয়েকে নিজেকে পুলিশের এন এস আই পরিচয় দিয়ে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে। কলেজ পড়ুয়া মেয়ের বাবা জাহিদুল ইসলাম বলেন, তার মেয়ের ভাষ্যমতে গত সপ্তাহে তার স্বজনদের নিয়ে ছেলের বাড়ি ময়মনসিংহ কুল্লাপাড়া গ্রামে ছেলের বাড়িঘর দেখতে যান। বাড়িঘর দেখতে গিয়াও সেখানে ওই প্রতারকের নিজের ঘর না দেখিয়ে অন্যের ঘর দেখান হয়েছে। তিনি আরো বলেন, গত বুধবার বিয়ের আয়োজনে আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয় বিয়ের অনুষ্ঠানে। বিয়ের আসরে এক অবসরপ্রাপ্ত পুলিশ ছেলের কাছে পুলিশের পরিচয় পত্র দেখতে চাইলে পরিচয় পত্র দেখাতে না পারায় ভুয়া এনএসআই মোনায়েবকে স্থানীয়রা গণধোলাই দেয়। বরের সাথে লোকজনও স্বীকার করেন বরের বসতঘরটিও সঠিক ছিল না।
স্থানীয়রা বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া এন আই সি আটক করলে কনের বাবা তার মেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে কোন মামলা করবেন না বলে পুলিশকে জানিয়ে বরকে তার আত্মীয় স্বজনের কাছে দেয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মেয়ের মান সম্মানের কথা চিন্তা করে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
#
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.