এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে একটি সরকারি রেকর্ডীয় খাল দখলে চলে যাওয়ায় বছরের ৯ মাস জলাবদ্ধতায় ভুগছে প্রায় ৩শ’ কৃষক পরিবার। ফলে আড়াইশ’ বিঘা ফসলী জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে, বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে দেখা যায়, ফরাজী পাড়ার সরকারি খালটি এখন মৎস্য ঘেরের অংশ হয়ে গেছে। খালের মুখে এক সময়ের পাকা স্লুইস গেটের আর কোনো অস্তিত্ব নেই। প্রভাবশালীরা খালটি দখল করে ব্যবহার করছে ব্যক্তিস্বার্থে।
স্থানীয় কৃষক জুয়েল মোল্লা, মোজাম্মেল মোল্লা, খলিলুর রহমানসহ অনেকে জানান, খালের মুখ বন্ধ থাকায় পানি বের হতে পারছে না। এমনকি বাড়ির রান্নাঘরে পানি উঠেছে, বন্ধ হয়ে গেছে রান্নাবান্নাও। গৃহপালিত পশুর খাদ্য কিনতে হচ্ছে বাইরে থেকে।
২০২৩ সালে সরকারি অর্থায়নে ৪টি কালভার্ট নির্মাণ হলেও সেগুলোর মধ্যে ২টির মুখ বন্ধ করে রেখেছে একটি মহল। এতে সমস্যা আরও জটিল হয়ে উঠেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, শুধু উত্তর সুতালড়ী নয়, উপজেলায় যত রেকর্ডীয় খাল বেদখলে রয়েছে, সবগুলো উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.