জামাল কাড়াল, বরিশাল
বরিশালে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল র্যাব- ৮। ঈদে ঘরমুখ যাত্রীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশুর হাটগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮।বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১২টায় নগরীর রূপাতলী দবদপিয়া ব্রিজ এলাকায় সংবাদ সম্মেলন করে র্যাব-৮’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ কথা জানান।তিনি জানান, কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে ক্রেতাদের সমাগম বেশি হয়। তাই ঈদকে ঘিরে তিনভাগে পরিকল্পনা করেছে র্যাব। গাড়িগুলো যাতে চাঁদাবাজবিহীন নির্বিঘ্নে চলাচল করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। পশুর হাটগুলোতে মানুষ যাতে প্রতাড়িত না হয় আমরা সেই ব্যবস্থা করছি। ঈদ পরবর্তী সময়ে মানুষ যাতে নির্বিঘ্নে ফিরে যেতে পারে সেই লক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি একটি সুন্দর ঈদ আমরা উপহার দিতে পারবো।এর আগে তিনি বরিশালের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.