পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় চাল বিতরণের সময় নির্ধারিত থাকলেও, ইউনিয়ন পরিষদে উপস্থিত অনেক দরিদ্র মানুষ চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।
জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান পূর্ব নির্ধারিত সময়ে চাল বিতরণ কার্যক্রম শুরু না করায় এবং ইউনিয়নের মেম্বারদের সঙ্গে কোনো রকম সমন্বয় না করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। চাল নিতে আসা নারী-পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, কিন্তু নির্দিষ্ট দিকনির্দেশনা ও তদারকির অভাবে অনেকেই নিরাশ হয়ে ফিরে যান।
চাল নিতে আসা একজন অসহায় নারী জানান, সকালে অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি না, কে দেবে, কখন দেবে। কেউ কিছু বলে না।
পরিস্থিতি নিয়ে একাধিকবার চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পরিষদে উপস্থিত হননি। পরে মুঠোফোনে তিনি জানান, দলীয় লোকজনদের সাথে সমন্বয় করতে পারি নাই, তাঁদের সাথে সমন্বয় করে পরে চাল দিব।’
অপরদিকে, ইউনিয়নের ওয়ার্ড মেম্বাররা চাল বিতরণের এই অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়টি নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে, তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। ইউএনও মহোদয় চাল বিতরণ স্থগিতের নির্দেশ দেন এবং বলেন, প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে পরবর্তীতে সঠিক প্রক্রিয়ায় চাল বিতরণ করতে হবে।
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দরিদ্রদের সহায়তা দিতে যে ভিজিডি কর্মসূচি চালু করেছে, তা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, তবে প্রকৃত অসহায় মানুষরা বারবার বঞ্চিত হবে।
এদিকে ইউনিয়নের কয়েকজন মেম্বার দাবি করেন, তারা আগে থেকে কোনো তথ্য না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেননি। অথচ চাল বিতরণ কার্যক্রমের পূর্বে মেম্বারদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, যাতে তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্ভব হতো।
স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আজকের বিতরণ স্থগিত হলেও, আগামীতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সহায়তা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.