বি এম মনির হোসেনঃ-
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। সেই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে গৌরনদী অংশের ১৯ কিলোমিটার এলাকা নিরাপদে রাখতে অভিযানে নেমেছে গৌরনদী উপজেলা প্রশাসন। ৫ জুন বৃহস্পতিবার দুপুর থেকে গৌরনদী, টরকীসহ বিভিন্ন বাসষ্ট্যান্ডে অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। এসময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে ভোগান্তি হচ্ছে কিনা খোঁজখবর নেন। ইউএনও বলেন, ঈদযাত্রা নিরাপদ ও মহাসড়ককে জানজটমুক্ত রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে মহাসড়কের পাশে যত্রতত্র ভাবে রাখা ছোট যানবাহনগুলোকে পকেট সড়ক দিয়ে চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একটি সুন্দর ঈদযাত্রা উপহার দিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.