বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা ৩ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির,গৌরনদী প্রেসক্লাবের
প্যানেল আহবায়ক ও মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আনন্দ টিভির বরিশালের ব্যুরোপ্রধান কাজী আলামীন,উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাষ কুমার,সাংবাদিক পলাশ তালুকদার, লিটন খান, আবদুছ ছালেক মামুন, সমাজ সেবা অফিসার সাধন বল,সমবায় অফিসার আফসানা শাখী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ করতে গৌরনদী বাসষ্টান্ড, টরকী, বাটাজোর, মাহিলাড়াসহ সকল ষ্টান্ড অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালণা, মহাসড়কে থ্রি-হুইলার-নসিমন-ভটিভিটি চলাচল বন্ধ ও পকেট সড়কে চলাচলযোগ্য থ্রিহু-ইলার ষ্টান্ডকে মহাসড়ক থেকে সরিয়ে গয়নাঘাট পুরানো ব্রিজের উপর ষ্টান্ডশনাক্ত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্বান্ত নেওয়া হয়। এই অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিসহ ৬টি টিম এক যোগে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.