মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তের শূণ্যরেখায় ভারতীয় ভূখণ্ডে মৃত্য মাকে শেষবিদায় দিলেন দুই বাংলাদেশী মেয়ে।মঙ্গলবার শূন্য রেখায় সকাল ৯ টা হতে সকাল সাড়ে ৯ পর্যন্ত দেখার সুযোগ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এসময় বাংলাদেশে বসবাসরত আত্মীয় স্বজনকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের শূন্য রেখায় মৃতের মেয়েসহ নিকট আত্মীয়দেরকে দেখার ব্যবস্থা করে দেওয়ায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিন দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তের বিপরীতে ১৬১-বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা ভারতের অভ্যন্তরে বসবাসরত নদিয়া জেলার গোংরা গ্রামের ফকির চানের স্ত্রী রোজিনা বেগম (৮০) সোমবার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত রোজিনা বেগমের মেয়েসহ নিকট আত্মীয় বাংলাদশের জয়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। ভারতীয় ভূখন্ডে মুত্যুবরণকারী মাকে দেখতে বিবাহসূত্রে বাংলাদেশে বসবাসরত মেয়ের অনুরোধের প্রেক্ষিতে বিজিবি-বিএসএফের সমন্বয়ে মৃতের নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সীমান্তের মেইন পিলার ৯৬/৮ এসের নিকট শুন্য লাইনে মঙ্গলবার সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।
মৃত ভারতীয় নাগরিক জন্মসূত্রে স্বামীর সাথে ভারতে বসবাস করে আসছিল। মৃতকালে লোজিনা বেগম ৪ ছেলে-মেয়ে রেখে গেছেন। মৃতের দু'মেয়ে বিবাহসূত্রে স্বামী সন্তান নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.