বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদীতে সড়ক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চলাচলে কঠোর নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন।পহেলা জুন রোববার বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির নির্দেশনায় উপজেলা পরিষদের সামনে এক বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভু মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। অভিযানকালে তিনি জানান, গত মাসে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, হেলমেট ও বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেই নির্দেশনায় আজ রবিবার থেকে কার্যকর এই অভিযান শুরু হয়েছে। অভিযানে দুজন চালককে সড়ক পরিবহন আইনের অধীনে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। তিনি আরো বলেন, যে কেউ মোটরসাইকেল নিয়ে গৌরনদী উপজেলা পরিষদ এলাকায় প্রবেশ করলে অবশ্যই হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। নাহলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.