আজকের ক্রাইম ডেক্স : এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার প্রবেশ মুখে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি মাখিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ মে) দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গভীর রাতে কে বা কারা বঙ্গবন্ধু গেটের প্রতিকৃতিতে কালি লাগিয়ে চলে যায়।
বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গায় এমন ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে গভীর রাতে কে বা কারা বঙ্গবন্ধু গেটের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি লাগিয়ে দিয়ে গেছে।
আজ শুক্রবার (৩০) সকালে বিষয়টি দেখতে পায় এলাকাবাসী। এ ঘটনায় ক্ষোভ এবং আলোচনা-সমালোচনা শুরু হলে স্থানীয় জনগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতির কালি মুছে দেওয়ার কাজ শুরু করে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। আপনার কাছ থেকে জানতে পারলাম। বিষয়টির সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।’’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.