বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে ছাত্র সমাজের এক নেতাকে সভাপতি করা হয়েছে। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্র সমাজ নেতার নাম মো. সাকিব মল্লিক । তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। সাকিব মল্লিক ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকার কথা স্বীকার করেছেন কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: আসিফ হাসান । তার আওয়ামী লীগের ও জাতীয় পার্টির কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যা নিয়ে বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব মল্লিক বলেন,তিনি কখনোই বিএনপির রাজনীতির বাইরে অন্য কোন রাজনীতির দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। এটি তার রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৫ টি কলেজ ও ১ টি মাদ্রাসার ছাত্রদলের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। মূলত এরপর থেকেই বিভিন্ন কলেজ শাখার কমিটির নানা বিষয়ে আলোচনার সূত্রপাত হয়।
এসব বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি
আতিক আল আমিন বলেন সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে কিছুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বুঝতে পেরেছি। তবে এটি জেলা কমিটির বিষয়, এ বিষয়ে আমাদের কোন হস্তক্ষেপ নেই।
অপরদিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, জানান বাবুগঞ্জের ৫ কলেজ ও ১টি মাদ্রাসার ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে সরকারি আবুল কালাম কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব মল্লিকের বিরুদ্ধে জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের প্রচার প্রচারণায় বিগত দিনে অংশগ্রহণ করার অভিযোগ উঠেছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে
জানতে পেরেছি। তবে এমনটা যদি সত্যি হয়ে থাকে তবে বিষয়টি আসলেই দুঃখজনক।
এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.