জামাল কাড়াল,, বরিশাল
বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় ২৯ শে মে সকাল ১০ টায়।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত আলোচনা সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রেঞ্জ ডিআইজি, বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম,
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০:৩০ টায় বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপনের শুভ সূচনা করা হয় এবং পুলিশের সকল ইউনিটসহ বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।সভার শুরুতেই যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মহুতি দিয়েছেন তাদেরকে গভির শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট নীরবতা পালনসহ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।এ সময় সভাপতি মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ হিসেবে আজ শুধু বাংলাদেশে নয়, শান্তিরক্ষায় পুরো পৃথিবীতে অনন্য অবদান রেখে যাচ্ছে। শান্তিরক্ষায় আজ বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী শান্তির দূত হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস, সংঘাত ও দাঙ্গা দমন করে শান্তি স্থাপন তথা সেসব দেশ পুনর্গঠনেও এ দেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল আবু আহাম্মদ আল মামুন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ, বরিশাল মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ নাজিমুল হক, উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) সুশান্ত সরকার,পিপিএম, উপ-পুলিশ পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি/) মোঃ শরফুদ্দীন, মেজর, বরিশাল ক্যাম্প আসাদুজ্জামান প্রিন্স, স্কোয়ার্ডান লিডার, বিএএফ, রাডার ইউনিট, বরিশাল মোঃ মুবিন, সিএফও, ইউনিসেফ, বরিশাল বিভাগ আনওয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ ও বিভাগীয় সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্স বৃন্দ। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.