তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ "শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সবর্জনীন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভার.) ডা. শাকিল রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন। সভায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও এনজিও প্রতিনিধি সহ গনমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.