আজকের ক্রাইম ডেক্স ::: বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মো: রায়হান কাওছার, সিইও রেজাউল বারী, সচিব রুম্পা সিকদারসহ পাঁচ জনের নামে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।
রবিবার (১৮ মে ) ভুক্তভোগী মো: মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং- ১০২৬/২৫ (কোতোয়ালি)।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: নুরুল আমিন বিএমপি গোয়েন্দা শাখাকে অভিযোগ তদন্ত করে আগামী ২১ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরন ক্ষমতার দাপটে বাদীর ভোগদখলকৃত জমি জবর দখল করে নিয়ে হিরন স্কয়ার তৈরি করা হয়। জুলাই-আগষ্ট অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাধারণ জনগণ বাদীর জমি বুঝিয়ে দেন। কিন্তু গত ১৪ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক ৫০ থেকে ৬০ জন কর্মচারী বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে পুনোরায় দখল করে নেয়। বাদীর নির্মিত স্থাপনা ভেঙ্গে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং ১৫ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।
বাদীর আইনজীবী আবুল খায়ের মানিক বলেন, অবৈধ ভাবে বাদীর জমিতে অনধিকার প্রবেশ, মালামাল ভাঙচুর ও চুরির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, সিইও, সচিবসহ পাঁচ জনের নামে মো: মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিএমপির গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারির মুঠোফোনে একাধিকবার ফোন করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.