রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত,বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহযোগিতায় ,অন্তর্ভুক্তমূলক চক্ষু স্বাস্থ্যসেবা প্রকল্পের অংশ হিসেবে স্কুল পর্যায়ে চক্ষু স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দিনভর বানারীপাড়া উপজেলার জবেদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
কোডেকের সিনিয়র টেকনিক্যাল অফিসার এম. আতিকুর রহমান আতিক ক্যাম্প পরিচালনা করেন। এতে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. এস.এম মনজুর-এ-এলাহী এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন কোডেকের প্রজেক্ট ম্যানেজার সোলায়মন কবির, উপজেলা সমন্নয়ক তোফায়েল আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর ছাত্তার মোল্লা, বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী সহ সভাপতি রেজাউল ইসলাম বেল্লাল সাধারণ সম্পাদক রোজিনা খানম প্রমুখ। এসময় বরিশালের সিভিল সার্জন ডা. মনজুর-এ-এলাহী কোডেকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এ ধরনের মহতি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চক্ষু স্বাস্থ্যসেবায় কার্যকর ভূমিকা রাখবে।” তিনি ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এ ধরনের ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।
প্রজেক্ট ম্যানেজার সোলায়মন কবির বলেন,এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.