জামাল কাড়াল..বরিশাল
বরিশালে ওষুধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন খুচরা ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বরিশাল জেলা শাখা।এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও নতুন পণ্য দেওয়া এবং ওষুধ কোম্পানি থেকে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে সরবরাহ বন্ধ করার দাবি জানান। এ দাবি আদায়ে তাঁরা সরকারের দৃষ্টি কামনা করেছেন।বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি গাজী আকতারুজ্জাম হিরুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম ও দেলোয়ার হোসেন, পরিচালক আরঙ্গজেব চান, শামসুল আরেফিন, লিংকন ইসলাম মেহেদী, লিটন চন্দ্র মালি, আবদুল মান্নান চৌধুরী, আবুল কালাম তাজুল প্রমুখ।
বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি প্রয়োজনে সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.