এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলবর্তী জেলা বাগেরহাটে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী ও কর্মকর্তারা। শনিবার (১৭ মে) বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন মাওলানা বশির উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুর রহমান, মো. ইব্রাহীম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মশিউর রহমান ও মাওলানা বেলাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, “শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষায় মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ আমরা ৫ মাস ধরে কোনো বেতন-ভাতা পাচ্ছি না। স্বল্প বেতনে চাকরি করেও দিন পার করতে হিমশিম খাচ্ছি। আমাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
দাবিগুলো:
১. মসজিদভিত্তিক গণশিক্ষা (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহার আগে পাঁচ মাসের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করতে হবে।
২. প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
৩. সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে।
৪. কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.