এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের অনুষ্ঠিত দুই দিন ব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড -২০২৫ এ জেলা পর্যায়ে বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে সিনিয়র গ্রুপে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দীন ( এস এম) মেমোরিয়াল কলেজ ১ম স্থান অর্জন করেছে। স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বৃহস্পতিবার সমাপনী ও পুরষ্কার বিতরণী তাদের পুরস্কৃত করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম।
মেলায় মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা 'ব্লাইন্ড ম্যান স্টিক' নামক একটি সাইন্স প্রজেক্ট উপস্থাপন করে। যার ব্যবহার দ্বারা একজন অন্ধ ব্যক্তি রাস্তায় চলাচলের ক্ষেত্রে ১ মিটার দুরত্বের মধ্যে থাকা কোন বাধাকে চিহ্নিত করে দ্রুত সিগনাল দিতে পারে ফলে বিপদের সম্ভাবনা থাকলে অন্ধ ব্যক্তি সতর্ক হতে পারে অথবা পথ পরিবর্তন করে নিরাপদে পথ চলতে পারে।
এতে অংশগ্রহণ করে কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব জহীরুল ইসলাম সুমন ও একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী খালিদ রহমান, সানজিদা ও রুকাইয়া হাসান লিসা।
পুরস্কার বিতরনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা বাগেরহাট এর উপজেলা নির্বাহী অফিসার এবং বাগেরহাটের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগন। জেলা পর্যায়ে প্রথমস্থান অধিকার করার সাথে মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেল।
**
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.