মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ওপার দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি ১৪ জনকে আটক করেছে।
রবিবার মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল ভোর সাড়ে ৪টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ব
তাদের আটক করে। আটকদের মধ্যে ২জন শিশু, ৩ নারী এবং ৯ পুরুষ রয়েছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা ছয় মাস আগে ভালো কাজের আশায় বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলো কাজ না পেয়ে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।
বিজিবি জানিয়েছে, তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, বিজিবি সদস্যরা রোববার দুপুরে ১৪ অনুপ্রবেশকারীকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.