আজকের ক্রাইম ডেক্স :: আদালতের আদেশ অমান্য করে ও নিজ বড় ভাইকে তাড়িয়ে দিয়ে একটি ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে এএসআই মোজাম্মেলের বিরুদ্ধে। মোজাম্মেল বর্তমানে বরগুনা সদর থানায় কর্মরত থাকলেও বরিশাল শহরের রুপাতলীর আদর্শ সড়কে ওই ভবন নির্মাণ করছেন।
অভিযোগকারী এ.আর নজরুল ইসলাম বলেন, জমিজমা বিরোধ নিয়ে আমি বাদী হয়ে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যার এম.পি মামলা নম্বর ৮৪২/২৫। আদালত ওই মামলার প্রেক্ষিতে নির্মাণাধীন ভবন এলাকায় কোনোরকমে শান্তি শৃঙ্খলা ভঙ্গ যেন না হয় সেক্ষেত্রে নির্দেশ দেয় বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশকে।
আদালতের নির্দেশনানুযায়ী ঘটনাস্থলে গিয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেন কোতোয়ালি পুলিশের এএসআই স্বজন। কিন্তু পুলিশেরও নির্দেশ অমান্য করে ফের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে আমার ছোট ভাই এএসআই মোজাম্মেল। আজ বুধবার সকালে ওই ভবনের নির্মাণ কাজে বাধা দিতে গেলে আমার লোকজনকে মারধর ও গালমন্দ করে মোজাম্মেল।
একপর্যায়ে তাদেরকে প্রাণনাশের হুমকিধামকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয়।বিষয়টি নিয়ে কথা হলে কোতোয়ালি পুলিশের এসআই মোঃ স্বজন খান বলেন, আমি আদালতের নির্দেশনানুযায়ী গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছি।
আর যদি কেউ আইন অমান্য করে তাহলে আদালতে আমরা ওই প্রেক্ষাপটে তদন্ত প্রতিবেদন দাখিল করবো। এদিকে এএসআই মোজাম্মেল বলেন, আমার তিন শতাংশ জমির ওপর ভবন নির্মাণ করতেছি। আমি কারও জমি দখল করে ভবন নির্মাণের কাজ করছি না।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.