ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্যজোট, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ দফা দাবিতে ১ ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।
সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করে প্রাথমিক শিক্ষকরা।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম বলেন এই কর্মসূচি ৫ ই মে থেকে শুরু হয়েছে চলবে ১৫ মে পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টা।
এর পর যদি আমাদের দাবি না মানা হয় ১৬ মে থেকে ২৫ মে কর্ম বিরতি হবে দুই ঘন্টা।
এরপরেও যদি সরকার আমাদের দাবি না মানেন তাহলে ২৬শে মে থেকে পুর্ণ কর্ম বিরতী থাকবে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো
ক। সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণ করা।
খ। চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা।
গ। সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে দ্রুত পদোন্নতি প্রদান নিশ্চিত করা।
উল্লেখ্য, ঝালকাঠি জেলায় ৫০০ এর অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩,০০০ এর অধিক সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.