মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪৮ লাখ টাকা মূল্যের ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় বিজিবি সূত্র জানায়, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর(৪৮) ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপি টহল দল জীবননগর থানাধীন সীমান্ত গ্রামে এক অভিযান চালায়। এসময় সীমান্ত ইউপি পরিষদের সামনে পাকা রাস্তা থেকে স্থানীয় পাকা দূর্গাপুর গ্রামের ইসাহক মন্ডলের ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৮)কে ব্যাটারিচালিত একটি ভ্যানসহ আটক করে।
প্রথমে অভিযুক্ত কিছু না স্বীকার করলেও, পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কস্টেপ মোড়ানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩৪৯.৩৩ গ্রাম এবং বাজারমূল্য ৪৮,৫২,৪০৬ টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ আদালতের মাধ্যমে সরকারি জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.