আপডেট
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইকো মহানন্দা কটেজ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু'র সভাপতিত্বে ৩০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়াল জুম প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম (গ্রেড-১)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পঞ্চগড়ের উপপরিচালক (অ.দা.) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া, আনসার ও ভিডিপি'র উপজেলা প্রশিক্ষক জয়শ্রী রায় সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.