ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে খুলনায় অনুষ্ঠিতব্য আগামী ১৬ মে ২০২৫ শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে ২০২৫ তারিখ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার ৫ মে সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল হোসেন তুহিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তারেক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান খান।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, আগামী ১৬ মে ২০২৫ তারিখ শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে ২০২৫ তারিখ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ রাজনৈতিক অঙ্গনে তরুণদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়ার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। রাজনৈতিক অধিকার ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ পূর্ণতা লাভ করতে পারে না। তরুণদের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। পরিশেষে উপরোক্ত কর্মসূচিগুলো সফল করার লক্ষ্যে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.