মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ বিদেশি ও দেশি আগ্নেয়াস্ত্র, গুলি, পুলিশের পোশাক, ওয়াকিটকি, ইয়াবা ট্যাবলেট ও ডাকাতির সরঞ্জামসহ ছয়জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে।
সোমবার ভোর সাড়ে ৪টায় আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ ডাকাত চক্রকে গ্রেফতার করে। তারা হলো, মো. রুবেল রানা (২৯), মো. আজিজুর মন্ডল (৩৬), মো. শিলন মোল্লা (২১), মো. সবুজ আলী মিঠু (৩০), মো. মনিরুল ইসলাম (৪০) ও মো. মারুফ শেখ (২০)। এরা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান, ভোরে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সুকান্ত দাশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লক্ষীপুর বাজার থেকে খাসকররা যাওয়ার পাকা সড়কে একটি ডিজেল তৈলের দোকানের সামনে মাইক্রোবাসে একদল অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত হন এবং ঘিরে ফেলেন মাইক্রোবাসটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিলেও সন্দেহজনক আচরণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে ডাকাত দল আক্রমণাত্মক হলে সবাইকে গ্রেপ্তার করে।পরে তাদের কাছ থেকে
একটি বিদেশি পিস্তল (MADE IN USA), একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, পাঁচটি মাস্টার চাবি, একটি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি সদৃশ্য মোবাইল সেট, ৫০ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭ নম্বরের একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.