মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ পৃথক তিন'টি অভিযানে মহিলাসহ ৩শ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেল,৩ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে।
শনিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনার বিভিন্ন পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় দর্শনা দর্শনা প্রেস ক্লাব এর ২০০ গজ সামনে পাকা রাস্তার উপর হতে মোটরসাইকেল আরোহী দক্ষিণ চাদপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোঃ ইস্রাফিল হোসেন (৪৫)গ্রেফতার করে।এসময় হেফাজত হতে ৯০হাজার টাকার মূল্যের অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।এর আগে রাত ১২ টায় দর্শনা থানার কেরুজ মিলপাড়ার আতর আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম চঞ্চল (৩৮)কে তার বাড়ির সামনে হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।এছাড়া
একই দিন রাত সাড়ে ১১টায় দর্শনা থানার আজমপুর গ্রামের আলম হোসেনের স্ত্রী মোছাঃ রিনা বেগম (৩৮)কে ৯০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ আসামীকে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.