বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ জেলার গাঙ্গিনার পাড়ে অবস্থিত ময়মনসিংহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক এবং টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম এর মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিং প্রেসক্লাবের সাধারণ সম্পাদ জনাব মোঃ সাইফুল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এবং টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিল।
মতবিনিমেষ সভায় ময়মনসিংহ জেলার পর্যটন কেন্দ্র সমূহের বিভিন্ন সমস্যা এবং তার জন্য করণীয় নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
তাছাড়া ময়মনসিংহ জেলার পর্যটন কেন্দ্রগুলোকে আরো আকর্ষণীয় করার জন্য টুরিস্ট পুলিশের সাথে সকল সাংবাদিকরা একযোগে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম বলেন, "সাংবাদিকরা একটি দেশের দর্পণস্বরূপ। তাদের কাছ থেকেই একটি এলাকার বিভিন্ন তথ্য উপাত্ত সমূহপর সঠিক চিত্র পাওয়া যায়। তাই টুরিস্ট পুলিশ সাংবাদিকদের এই অবদানের কথা মনে রেখে তাদের সহায়তা নিয়ে ময়মনসিংহ বিভাগের পর্যটন কেন্দ্রের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে সব সময় কাজ করে যাবে। পরবর্তীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদ জনাব মোঃ সাইফুল ইসলাম পুলিশ সুপারকে ময়মনসিংহ প্রেসক্লাব পরিদর্শন করার জন্য ধন্যবাদ জানান এবং একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে তাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.