আজকের ক্রাইম ডেক্স ::: বরিশাল জেলা পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বাকেরগঞ্জ থানার ওসি এবং (ওসি) তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টের ১১ জনকে পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। একসাথে জেলা পুলিশের ১১ জন পরিদর্শককে বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক হিসেবেই দেখছেন।
বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া ১১ জন পরিদর্শককে বদলিও তারই একটি অংশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.