হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারে আমিন মেম্বার, লিটন মুন্সীর দল ও শফিক রায়হান (শ্রাবণ), গিয়াস উদ্দিন সরদার এর দলের মধ্যে সংঘর্ষ হয়।
২৭শে এপ্রিল (রবিবার) রাত ৯টায় সংঘর্ষ শুরু হয়।
এ সময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ১৫ থেকে ২০ টা বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
২৮শে এপ্রিল (সোমবার) সকাল ও বিকাল দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর নির্দেশে বিজয়নগর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবির সহায়তায় সংঘর্ষ থামাতে সক্ষম হয়।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গতকাল রাত সংঘর্ষের কথা শুনে আমরা পর্যাপ্ত ফোর্স পাঠিয়েছি। আজকেও সেনাবাহিনী, পুলিশ ডিবির যৌথ প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বর্তমানে পরিচিতি নিয়ন্ত্রণে আছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.