এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি। উত্তপ্ত চিংড়াখালী বিচারের দাবিতে শনিবার বেলা ১২ টায় নারিকেল বাড়িয়া বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৮ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে চিংড়াখালী গ্রামের আরমান দিহিদারের ছেলে ইউনিয়র যুবদল নেতা সাইফুল দিদার (২৮) বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত মিন্টু হাওলাদারের নেতৃতে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী হামলা চালিয়ে সাইফুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় বিএনপি কর্মী সরোয়ার শিকদার, মহিদ শিকদার, মারুফ শিকদার, দুলাল শিকদারসহ ৬/৭ জন উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতারি পিটিয়ে কুপিয়ে জখম করে। এতেও তারা ক্ষ্যান্ত না হয়ে পরে নারিকেল বাড়িয়া বাজারে ৩টি দোকান ভাংচুর করে মালামাল সহ দুটি বৈদ্যুতিক মিটার খুলে নেয়।
এ ঘটনার পর পরই আহতদের চিৎকিসার জন্য মোরেলগঞ্জ, পিরোজপুর ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সাইফুল দিহিদারের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে যুবদল নেতা সাইফুল দিহিদার খুলনা সিটি হাসপাতালে আইসিউতে ভর্তি রয়েছে।
জখমী যুবদল নেতা সাইফুল দিহিদারের চাচাতো ভাই হানিফ দিহিদার বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় গত ১০ এপ্রিল মিন্টু হাওলাদারকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনায় ৮ এপ্রিল থেকে নারিকেল বাড়িয়া বাজারে ব্যবসায়ীরা আতংঙ্কে দোকান পাট বন্ধ রেখেছে। দুই একটি দোকান খুললেও বাজারের অধিকাংশ দোকান থাকছে বন্ধ। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা কবির শিকদার, ইউপি সদস্য মনির শিকদার, মহিলা দলের সভানেত্রী চামেলী আক্তার সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা অফিসা ইনচার্জ রাজিব আল রশিদ বলেন, চিংড়াখালীতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের জন্য ইতিমধ্যে একটি সভা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই মামলায় দুই জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ জন আসামি জামিনে রয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। #
*
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.