এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলের বাগেরহাটের শরণখোলার দক্ষিণ তাফালবাড়ী ৪ নং সাউথখালী ইউনিয়নের নিব্বানের বাড়ী সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সেতু এখন চরমভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কাঠের তৈরি এই সেতুটি দীর্ঘদিনের অবহেলায় ভেঙে পড়েছে, যা প্রতিদিন শত শত গ্রামবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।
ছবিতে দেখা যাচ্ছে, সেতুটির মাঝখান সম্পূর্ণভাবে দেবে গেছে। সেতুর কাঠের ফ্লোর ভেঙে পড়ে আছে, কোথাও কোথাও ফাঁকা জায়গা তৈরি হয়েছে। পাশের রেলিংগুলোও নড়বড়ে ও প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। সেতুটি পারাপারের উপযোগী তো নয়ই, বরং প্রতিনিয়ত বড় দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে।
এই সেতুটি স্থানীয়ভাবে দক্ষণ তাফালবাড়ী অন্তত তিনটি গ্রামের মানুষ ব্যবহার করেন। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী, কৃষক ও বাজারে যাতায়াতকারী মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। বর্ষা মৌসুমে সেতুটি একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ৫০ নং দক্ষিণ তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমণী হালদার, দৈনিক নিরপেক্ষ কে জানান, “সেতুটি বহু বছর আগেই নির্মাণ করা হয়েছিল। এরপর আর কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। আমরা বারবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেই।”
এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি, দ্রুত এই সেতুটি পুনর্র্নিমাণ না হলে শিক্ষার্থী ও কৃষিজ পণ্য পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে, যা স্থানীয় অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.