ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে শনিবার ১৯ এপ্রিল বিকেলে মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম, ঝালকাঠি জেলা শাখা'র উদ্যোগে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল প্যাকেজের আওতায় ৩টি হাসপাতালের মধ্যে ১টি হাসপাতাল দক্ষিণাঞ্চলে স্থাপন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন এ্যাড. মিজানুর রহমান মুবিন, সমন্বয়ক, মাল্টিপার্টি এ্যাডভোকেসী ফোরাম, ঝালকাঠি জেলা শাখা, ঝালকাঠি।
এ সময় বক্তারা বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশে অত্যাধুনিক ৩টি চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল স্থাপন উদ্যোগ গ্রহণ করেছেন। উক্ত ৩টি হাসপাতালের মধ্যে ১ টি হাসপাতাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে স্থাপন করার জোর দাবি জানানো হয়। দক্ষিণাঞ্চলের আওতাধীন ২২ টি জেলায় বসবাসরত প্রায় ৫ কোটি মানুষের উন্নত চিকিৎসার সুযোগ এখনও অপ্রতুল। যার ফলশ্রুতিতে সাধারণ রোগ থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসার জন্য প্রায়শই ঢাকা কিংবা অন্য দূরবর্তী শহরে ছুটতে হয়। এছাড়াও তারা বলেন, ২২টি জেলার মানুষের আবাসভূমি দক্ষিণাঞ্চল আজও স্বাস্থ্যসেবাসহ সার্বিকভাবে থেকে গেছে অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত। একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে শুধু দরকারই নয়, এটি এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.