ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে বাংলাদেশ বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উৎসব মুখর পরিবেশে শনিবার ১৯ এপ্রিল বিকেলে নির্বাচন সম্পন্ন হয়েছে।
শহরের গুরুধাম এলাকার সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে বিকেল তিনটায় ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল ছয় টা পর্যন্ত। মোট ভোটার ৪৬ জনের মধ্যে ৪৫ ভোট কাস্ট হয়। এরমধ্যে ১ টি ভোট বাতিল করা হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এস এম নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে বিপুল দেবনাথ ও মোঃ আরিফ মোল্লা । নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার ঝালকাঠি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
১৫ পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩ জন উত্তীর্ণ হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করেন। সভাপতি পদে কে এম জহিরুল ইসলাম বাদল ৩০ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ আলম মোল্লা ভোট পেয়েছে ১৪ টি।
সাধারণ সম্পাদক পদে মোঃ আল মামুন খলিফা ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তাজুল ইসলাম খান ১৬ ভোট পেয়েছে।
নবনির্বাচিত সভাপতি বলেন এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে ভোটাররা নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সকল নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
নবনির্বাচিত সাধারণত সম্পাদক আল মামুন খলিফা বলেন ভোটাররা নিজের পছন্দের প্রতিনিধিদের ভোট দিয়েছেন।এর আগে পকেট কমিটি দিয়ে কমিটি করা হতো আওয়ামী লীগের আমলে। আজ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.