বাবুগঞ্জ (প্রতিনিধি) বাবুগঞ্জ উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে "নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ" বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১.১৫ মিঃ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা ইউ,পি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চলমান প্রকল্প "রিইন্ট্রিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ" এর অধীনে এই স্কুল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিল্ড অর্গানাইজার আবু হানিফ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বাবুগঞ্জ। তিনি বলেন, "বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ এবং ভুক্তভোগীদের জরুরি সাহায্য প্রদান সহ মনোসামাজিক সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ প্রদান করা হয়।" এছাড়াও উপস্থাপনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন ভলান্টিয়ার বিথী আক্তার। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে বিদেশ ফেরত অভিবাসীদের নিরাপদ অভিবাসনের নানা বিষয় তুলে ধরেন। সবশেষে, পুনরেকত্রীকরণ ও রেমিটেন্স ব্যবস্থাপনার উপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে ১৫ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হন। এ ধরনের উদ্যোগ অভিবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের নিরাপদ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিক
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.