এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে শরণখোলায় বিষ প্রয়োগ করে এক ব্যবসায়ীর প্রায় দেড় লাখ টাকার পাঙ্গাস মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে তিনটি ড্রামে মাছগুলো জিইয়ে রাখা ছিল।সোমবার রাতের কোনো এক সময় তাতে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৫এপ্রিল) সকালে মাছগুলো বিক্রি করার জন্য ড্রাম খুলেই সমস্ত মাছ মরা অবস্থায় দেখেহতবাক হন মৎস্য ব্যবসায়ী মো. কবির হাওলাদার (কবির আড়ৎদার)। এঘটনায় শরণখোলা থানা ও উপজেলা রমৎস্য অফিসে অভিযোগ করেছেন তিনি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. কবির আড়ৎদার বলেন, মোংলার ঘের থেকে তিনি ২০ মণ জীবিত পাঙ্গাস মাছ কিনে তিনটি ড্রামে জিইয়ে রাখেন। একই স্থানে পাশাপাশি অন্য দুই আড়ৎদারের আরো পাঁচটি ড্রামে জীবিত পাঙ্গাস জিইয়ে রাখা ছিল । এর মধ্যে শুধু আমার তিন ড্রামের মাছ মরেছে। কিন্তু তাদের ড্রামের মাছের কিছুই হয়নি। কবির আড়ৎদার আরো বলেন, শত্রুতা করে হয়তো কেউ চালের পোকা অথবা ইঁদুর মারা ওষুধ ফেলেছে ড্রামে। এতে তার সব মাছ মরে যাওয়ায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, মাছ মারার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন এক ব্যবসায়ী। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.