ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী পদে চাকুরী জীবন কাটিয়ে অবসরে থাকা অবস্থায় গত ৫ এপ্রিল শনিবার বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন বীরমুক্তিযোদ্ধা কামরুল আহসান ।
গত ৬ এপ্রিল রবিবার ঝালকাঠি কালেক্টর জামে মসজিদের সামনে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ।
রাষ্ট্রীয় সম্মাননা শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ।জানাজা নামাজে ঝালকাঠির বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান সহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই কন্যা রেখে গেছেন।
তিনি ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়নের পশ্চিম বিন্নাপাড়া এলাকার দেউলকাঠি গ্রামের মৃত আকরাম আলী সিকদারের একমাত্র সন্তান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.