মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলওয়ে স্টেশনে বিজিবির একটি দল দাঁড়িয়ে থাকা খুলনাগামী মহানন্দা ট্রেনের মালবাহী বগীতে অভিযান চালিয়ে মালিক বিহীন ৮শ৬৯ গ্রাম হেরোইন জব্দ সহ একই এলাকা হতে ১৫৭ বোতল ফেনসিডিলসহ গাঁজা উদ্ধার হয়েছে।
রবিবার দুপুর ৩ টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সুবেদার মোঃ গোলাম মোস্তফা এর নেতৃত্বে উথলী রেলওয়ে স্টেশনে এক অভিযান চালায়। এসময় রাজশাহী হতে খুলনাগামী মহানন্দা ট্রেনের মালবাহী বগীতে এক অভিযান চালিয়ে মালিক বিহীন ৮শ৬৯ গ্রাম হেরোইনসহ গাঁজা উদ্ধার করে।এছাড়া
বিকাল সাড়ে ৪টায় উথলী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৭০/২-এস হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর গ্রামের আখ সেন্টারের পাশে পাকা রাস্তার উপর হতে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.