নিজস্ব প্রতিবেদক।। নীলফামারীর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজকে অপসারণে ৭২ঘন্টা সময় দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১০এপ্রিল) দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে এই ঘোষণা দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিকের সভাপতিত্বে ও সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তরের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইয়েদ গোলাম আজম, রইসুল ইসলাম অম্লান,সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন, জাতীয় নাগরিক পার্টির আখতারুজ্জামান।মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসা সেবার মান অত্যন্ত খারাপ, খাবার মানও খারাপ, পর্যাপ্ত ঔষুধ পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে আওয়ামীলীগকে পুর্নবাসন করা হচ্ছে। আওয়ামীলীগের ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন এই তত্বাবধায়কের সহায়তায়। হাসপাতালের এই তত্বাবধায়কের কারণে সেবার মান বাড়ছে না।রংপুরে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছে এরকম একজন কর্মকর্তা কিভাবে এই হাসপাতালে এখনো বহাল আছেন।তাকে এখান থেকে সরে যেতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।
জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, অভিযোগ থাকতে পারে।সেগুলো অনুসন্ধান হোক তাহলে প্রকৃত বিষয়টি জানা যাবে। আমিও চাই উর্দ্ধতন কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করুন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.