ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সরকারি কলেজের সামনে কলেজ ছাত্রদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ৮ এপ্রিল সকালে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল বের হয়ে ফায়ারসার্ভিস মোড় এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র দলের আহ্বায়ক আরিফুর হাসিব
কর্মসূচি পালনকালে নেতাকর্মীরা "ফ্রী প্যালেস্টাইন", "গণহত্যা বন্ধ করো", "ইসরায়েলের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও", "ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে", "ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করতে হবে" এমন স্লোগান দেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে জুতা পেটা করেন।
এছাড়া ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্র দলের আহ্বায়ক নুসরাত তাছমিহা এর নেতৃত্বে কলেজের সামনে একই দাবিতে ছাত্র দল কর্মসূচি পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.