মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনার সুলতানপুর সীমান্তে ভারতে পাচার কালে ৩ কোটি ৭৮ লাখ টাকা মূল্যের ১৬ টি স্বর্ণের বারসহ ১ পাচার কারীকে মটরসাইকেলসহ বিজিবি আটক করেছে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়
অবৈধভাবে স্বর্ণের একটি চালান দর্শনা থানার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড (৬ বিজিবি)
ব্যাটালিয়নের বিশেষ টহলদল বৃহস্পতিবার বিকাল ৪টায় অভিযান পরিচালনা করেন। এ সময় সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে বিজিবি সদস্যরা ওঁৎ পেতে থাকেন।
কিছুক্ষণ পরই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আফসার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আফসার আলী(২৮)নামের এক
ব্যক্তি মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আটক আফসার আলীর কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্ট এর মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণেরবার (৩ কেজি ০৬ গ্রাম) উদ্ধার করে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ২০০ টাকা। আটককৃত ব্যক্তিকে হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.