মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার পলাশপাড়ায় মোবাইল কেড়ে নেওয়ায় ছেলের হাতে খুন হয়েছে নামাজরত বাবা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় সৃত কাজী নূর মোস্তফার ছেলে দোদুল হোসেন (৫০) রাতে বাড়িতে এশার নামাজ আদায় করছিলেন। এসময় তার ছেলে মাদ্রাসা ছাত্র কেএএম রিফাত(১৭) মাদ্রাসাছাত্র ছেলে রিফাত নামাজরত বাবাকে পিছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। কার চিৎকারে বাড়ির সদস্যরা ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান সাংবাদিকদের জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতো বাবা। ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জের ধরে রাতে নামাজরত বাবাকে সে খুন করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.